Share it

 

একাধিকবার কেন্দ্রকে তাঁরা আর্জি জানিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন দাখিলেরও অনুরোধ করেছেন। এদিনের বৈঠকে মেডিক্যালের সর্বভারতীয় অভিন্ন প্রবেশিকা পরীক্ষা (NEET) এবং সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষার (JEE main) স্থগিত রাখার আর্জি জানিয়ে সব অবিজেপি রাজ্যকে একযোগে সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

JEE-NEET পিছিয়ে দেওয়া দাবি নিয়ে বুধবার ভার্চুয়াল বৈঠকে সামিল হন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতানেত্রীরা। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, সেপ্টেম্বরের শুরুতে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার দিন নির্ধারণ করেছে কেন্দ্র। কিন্তু, বর্তমান কোভিড পরিস্থিতিতে পড়ুয়াদের ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে না রাজ্যগুলি। এবিষয়ে বিরোধীদের একজোট হওয়ার আহ্বান জানান মমতা।

মমতা-সহ সাত বিরোধী মুখ্যমন্ত্রীকে নিয়ে NEET-JEE পিছোনোর দাবিতে বুধবার এই ভার্চুয়াল বৈঠক ডাকেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধী। বৈঠকে ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। জরুরি কাজের জন্য অবশ্য বৈঠকে থাকতে পারেননি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। অনুপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। বুধবার ভার্চুয়াল বৈঠকে প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিকে সামনে রেখেই ফের দেশজুড়ে বিরোধী শক্তিকে একত্রিত করার চেষ্টা শুরু করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধী।

Share it