Share it

অবশেষে রবিবার IPL-এর ক্রীড়াসূচি প্রকাশ করল BCCI। IPL-এর জন্য আটটি ফ্র্যাঞ্চাইজি ইতিমধ্যেই আমিরশাহি পৌঁছে অনুশীলনও শুরু করে দিয়েছে কয়েকটি দল। অথচ কবে কার ম্যাচ  সেসম্পর্কে ধারনা ছিল না কোনও ফ্র্যাঞ্চাইজি দলেরই।

লিঙ্কে ক্লিক করে দেখুন ক্রীড়াসূচি:

🚨 #Dream11IPL 2020 Schedule Announced.

For fixtures and more details, click here 👉 https://t.co/0mj5LBXeah pic.twitter.com/dNPvxMZFVu

— IndianPremierLeague (@IPL) September 6, 2020

প্রতিবারের মতো এবারেও IPL-এর উদ্বোধনী ম্যাচ শুরু হবে চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে দিয়ে। অর্থাৎ গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স বনাম রানার আপ চেন্নাই সুপার কিংসকে দিয়ে ১৯ সেপ্টেম্বর আবু ধাবিতে শুরু হবে IPL। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে আবু ধাবিতে। তবে প্লে-অফ ও ফাইনালের দিন ঘোষণা করা হয়নি।

আবু ধাবিতে ওপেনিং ম্যাচের পরের দিন দুবাইয়ে হবে দিল্লি ক্যাপিটালস বনাম কিংস ইলেভেন পঞ্জাব। তৃতীয় ম্যাচটি হবে পরের দিন সোমবার। খেলা হবে সানরাইজ হায়দরাবাদ বনাম রয়্যাল চ্যালেঞ্জারস বেঙ্গালুরু। এরপর ২২ সেপ্টেম্বর শারজায় দেখা যাবে রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ।

BCCI-এর ক্রীড়াসূচি অনুযায়ী, দিনে দুটি করে ম্যাচ রাখা হয়েছে। ভারতীয় সময় অনুযায়ী প্রথম ম্যাচ হবে বিকেল সাড়ে ৩টে থেকে, লিগের দ্বিতীয় ম্যাচ হবে সন্ধে সাড়ে ৭টা থেকে। ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে। ২০টি আবু ধাবিতে এবং টুর্নামেন্টের ১২টি ম্যাচ হবে শারজায়। তবে সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ কোথায় হবে তা পরে ঘোষণা করা হবে। যদিও ফাইনাল ম্যাচের দিন ১০ নভেম্বর আগেই ঘোষণা করা হয়েছে।

করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বিশ্বের সবচেয়ে বড় T20 লিগ এবার সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভারত থেকে। সংযুক্ত আরব আমিরশাহীর দুবাই, আবু ধাবি ও শারজা – এই তিন জায়গায় খেলা হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

Share it