নিউজ ওয়েভ ইন্ডিয়া: প্রবল হই-হট্টগোলের মধ্যে লোকসভায় ধ্বনিভোটে পাশ হয়ে গেল কৃষি আইন প্রত্যাহার বিল। এক ঘণ্টা মুলতুবি থাকার পর বেলা ১২টায় অধিবেশনের ফের শুরু হতেই ‘কৃষি আইন প্রত্যাহার বিল, ২০২১’ পেশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর। সঙ্গে সঙ্গেই তা ধ্বনিভোটে পাশ হয়ে যায়। বিরোধীরা কৃষি আইনের উপর আলোচনার যে দাবি করলেও তা খারিজ করে দেয় সরকার পক্ষ।
During the passing of the farm bills, there was enough discussion. Today, the entire Opposition was demanding to repeal the laws. But when we went to repeal the laws the Opposition created ruckus, I ask the Opposition what is their intention?: Union Minister Pralhad Joshi pic.twitter.com/BJLKUUOsOp
— ANI (@ANI) November 29, 2021
কৃষি আইন নিয়ে আলোচনার দাবিতে সোমবার শীতকালীন অধিবেশনের শুরুতেই স্লোগান, হই-হট্টগোল শুরু করেন বিরোধীরা। এমনকি ওয়েলে নেমে এসে বিক্ষোভও দেখান তাঁরা। এর জেরে সংসদের দুই কক্ষেই অধিবেশন বেলা ১২টা পর্যন্ত মুলতুবি করে দেন স্পিকার।