নিউজ ওয়েভ ইন্ডিয়া: বদলে যাচ্ছে ফেসবুকের নাম! তেমনই সম্ভাবনার কথা ফাঁস করেছে দ্য ভার্জ। একটি নতুন নাম দিয়ে নিজেকে পুনরায় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করার পরিকল্পনা করছে মার্ক জুকারবার্গের সংস্থা। আগামী সপ্তাহে নাম পরিবর্তনের কথা ঘোষণা করা হতে পারে বলে রিপোর্ট দ্য ভার্জ-এর।
Facebook plans rebrand with new name, says The Verge https://t.co/Z0wT8ApDOy pic.twitter.com/nNHThcU4uj
— Reuters (@Reuters) October 20, 2021
দ্য ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, জুকারবার্গের সংস্থার এই পদক্ষেপের ফলে ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো এই ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ অ্যাপকে একটি মূল কোম্পানির অধীনে আনা হবে। যেমন গুগল (GOOGL.O) 2015 সালে ‘অ্যালফাবেট’ নামে একটি হোল্ডিং কোম্পানিতে পুনর্গঠিত হয়েছিল এই ধরনের একটি পরিকাঠামো গ্রহণ করে।
যদিও ফেসবুক এই নাম পরিবর্তনের কথা উড়িয়ে দিয়েছে। সংস্থার এটিকে ‘গুজব বা জল্পনা’ বলে অস্বীকার করেছে। ফেসবুকের চিফ এগজিকিউজিভ মার্ক জুকারবার্গ জুলাই মাস থেকেই মেটাভার্স নামে একটি ডিজিটাল জগতে কথা বলছেন। যেখানে মানুষ বিভিন্ন ডিভাইসের মধ্যে চলাচল করতে পারে এবং ভার্চুয়াল পরিবেশে যোগাযোগ করতে পারে। জুকারবার্গের সংস্থা ভার্চুয়াল রিয়েলিটি এবং অগমেন্টেড রিয়েলিটিতে প্রচুর বিনিয়োগ করেছে। তারা অকুলাসের মতো হার্ডওয়্যার তৈরি করছে। VR হেডসেট এবং AR চশমা এবং রিস্টব্যান্ড প্রযুক্তিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছে।