নিউজ ওয়েভ ইন্ডিয়া: বাঙালি হিসেবে বিরাট গর্বের দিন। বাংলার দুর্গাপুজোকে এবার আন্তর্জাতিক স্বীকৃতি দিল UNESCO। ইউনেস্কোর ‘সাংস্কৃতিক ঐতিহ্যের’ তালিকায় স্থান পেয়েছে দুর্গাপুজো। বুধবার আন্তর্জাতিক সংস্থার তরফে টুইট করে এই খবর জানানো হয়েছে।
Durga Puja in West Bengal has been inscribed on the UNESCO’s ‘Intangible Heritage list’
(file photos) pic.twitter.com/N9XiK51fUg
— ANI (@ANI) December 15, 2021
বাংলার এই প্রাচীন জনপ্রিয় উৎসবকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য বহুদিন আগেই আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। তারই প্রতীক্ষার ফল মিলল এদিন। জানা গেছে, ১৩ ডিসেম্বর থেকে প্যারিসে শুরু হয়েছে UNESCO-এর বিশেষ কমিটির সভা। চলবে ১৮ তারিখ পর্যন্ত। সেই সভাতেই এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।
বলা বাহুল্য, দুর্গাপুজো এখন আর বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই। বহুদিন আগেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিরাও সাড়ম্বরে পালন করে আসছে এই উৎসব। ধর্মীর গণ্ডির সীমা ছাড়িয়ে এই দুর্গাপুজো হয়ে উঠেছে সর্বধর্ম সমন্বয়ের প্রতীক। মহামিলনের উৎসব।