Sourav with Sana (File Pic)
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। হাসপাতাল থেকে বাড়ি ফিরে এখনও নিভৃতবাসে রয়েছেন তিনি। এরইমধ্যে একের পর এক পরিবারের সদস্যদের কোভিড আক্রান্ত হওয়ার খবর মিলছে।

মঙ্গলবার Covid আক্রান্ত হওয়ার খবর মিলেছে তাঁর কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের। তাঁর গলায় সামান্য অস্বস্তি রয়েছে। এছাড়া সানার তেমন কোনও উপসর্গ নেই। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন সানা। তবে সানা কোভিড পজিটিভ হলেও নেগেটিভ রিপোর্ট এসেছে সৌরভের স্ত্রী ডোনার।

মঙ্গলবার BCCI প্রেসিডেন্টের ছোট কাকা দেবাশিস গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছিল। প্রত্যেকেই বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। এর পাশাপাশি সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁর সামান্য জ্বর সহ মৃদু উপসর্গ রয়েছে।

Share it