নিউজ ওয়েভ ইন্ডিয়া: বগটুই কাণ্ডের পর এবার ঝালদা হত্যাকাণ্ড। ঝালদার কংগ্রেস কাউন্সিলার তপন কান্দু হত্যা মামলায় CBI তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রয়াত কাউন্সিলের স্ত্রী পূর্ণিমা কান্দু CBI তদন্ত চেয়ে হাই কোর্টে আবেদন করেছিলেন। তারই ভিত্তিতে এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। বিচারপতি তাঁর নির্দেশে জানিয়েছেন, অভিযোগকারী এবং মানুষের মনে আস্থা ফেরানোর জন্য CBI তদন্তের প্রয়োজন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দেড়মাসের মধ্যে তদন্তের কাজ শেষ করার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
নিহত তপন কান্দুর স্ত্রীর অভিযোগ ছিল ঝালদার আইসির বিরুদ্ধে। তাঁর অভিযোগ, IC সঞ্জীব ঘোষ নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন। তবে আদালতের পর্যবেক্ষণ, পুলিশের তদন্তে অনেক খামতি রয়েছে। তদন্ত শেষ হওয়ার আগেই পুলিশ সুপার এস সেলভামুরুগন আইসিকে কীভাবে ক্লিন চিট দিতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি। এর আগে এই খুনের তদন্ত করছিল SIT। তদন্তের সমস্ত নথি CBI কে হস্তান্তরের নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত, ১৩ মার্চ বিকাল ৪টে নাগাদ ঝালদার গোকুলনগরে খুন হন তপন কান্দু। এই ঘটনায় এর আগে কংগ্রেস কাউন্সিলারের ভাইপো দীপক কান্দু এবং দাদা নরেন কান্দুকে গ্রেফতার করে পুলিশ।