Park Street_Xmass
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: বর্ষশেষে উদ্বেগ বাড়িয়ে ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক সংক্রমণ। শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত ৩ হাজার ৪৫১ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ। তবে কমেছে দৈনিক মৃতের সংখ্যা।


এরমধ্যে শুধু কলকাতাতেই নতুন আক্রান্ত পৌঁছেছে দু’হাজারের কাছাকাছি। মহানগরীর পাশাপাশি উদ্বেগ বাড়াচ্ছে জেলাগুলিও। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনাতেও লাফিয়ে বাড়ছে দৈনিক আক্রান্তের সংখ্যা। উত্তর ২৪ পরগনায় শুক্রবার সংক্রমিতের সংখ্যা ৪৯৬। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত ১৬ জনের শরীরে ওমিক্রন স্ট্রেনের হদিশ পাওয়া গেছে।

তবে রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টায় কমেছে মৃত্যু। শুক্রবার রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে সাত জনের। এর মধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে চার ও উত্তর ২৪ পরগনায় দু’জনের। সংক্রমণমুক্ত হয়েছেন ১ হাজার ৫১০ জন।

Share it