নবনির্মিত মাঝেরহাট সেতুর উদ্বোধন হবে ৩ ডিসেম্বর বৃহস্পতিবার। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, সরকার নেতাজির ১২৫ বছর জন্মজয়ন্তী উপলক্ষে বেশ কিছু কর্মসূচি নিয়েছে। তার প্রথম হচ্ছে মাঝেরহাট ব্রিজের নামকরণ। নবনির্মিত সেতুটির নাম তিনি রেখেছেন ‘জয় হিন্দ’ ব্রিজ। তাঁর কথায়, “আমি চাই জয় হিন্দ লোকের মুখে মুখে ঘুরুক, সেই কারণেই এমন সিদ্ধান্ত।”
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর ভেঙে পড়ে মাঝেরহাট ব্রিজ। এরপর সেতু নির্মাণের যাবতীয় খরচ ও দায়িত্ব একাই রাজ্য সরকার বহন করবে বলে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো ২৫০ কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি হয় বজবজ সেকশনের লাইনের উপর। দ্বিতীয় হুগলি সেতুর ধাঁচে নতুন করে ৬৫০ মিটার দীর্ঘ নয়া সেতু তৈরির কাজের দায়িত্ব ছিল PWD ও কলকাতা পুরসভার কাঁধে। সম্প্রতি শেষ হয়েছে সেতুটি নির্মাণের কাজ। রেলের তরফে ইতিমধ্যেই মিলেছে সেফটি সারটিফিকেট।