তৃণমূলের নেতাদের মেরে চামড়া গুটিয়ে দেওয়ার হুমকি দিলেন BJP নেতা রাজু বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ‘ঠেঙিয়ে পগারপাড়ের’ বদলা হিসেবে এই হুমকি দিলেন BJP নেতা। মঙ্গলবার তারাপীঠ মন্দিরে পুজো দেন বিজেপির রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার তারাপীঠ সংলগ্ন তারাপুর গ্রামে দলের একটি সাংগঠনিক সভায় যোগ দিতে বীরভূমের তারাপীঠে আসেন রাজু বন্দ্যোপাধ্যায়। পুজো দিয়ে সাংবাদিকদের বলেন, “বিশ্ব জুড়ে করোনা প্রকোপ থেকে মুক্তি, সেই সঙ্গে বীরভূম সহ রাজ্য জুড়ে যে খুনখুনির রাজনীতি চলছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য মায়ের কাছে প্রার্থনা করলাম।”
MIM-কে বিজেপি নিয়ে এসেছে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের এই মন্তব্যকে খণ্ডন করে রাজু বলেন, “সংখ্যালঘু ভোটকে নিজেদের ভোট বক্সে আনার জন্যই মিমকে নিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর অনুব্রত মণ্ডলকে চিন্তা করতে হবে না। কারণ, তাঁর জায়গা এবার হবে জেলে। বীরভূমে তিনি যেভাবে অত্যাচার করেছেন, মানুষ খুনের রাজনীতি করেছেন, মাফিয়া তৈরি করেছেন। তিনি বালি মাফিয়া, সিণ্ডিকেট মাফিয়ার সঙ্গে যুক্ত। একটার পর একটা গুণ্ডা তৈরি করে আমাদের কর্মীদের খুন করিয়েছেন। আর মাত্র চারমাস। তারপরেই অনুব্রত মণ্ডলের শ্রীঘরের জায়গা আমরা পাকা করে রেখেছি।”
