রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: দু-তিনটি বিক্ষিপ্ত অশান্তির জেরে কলকাতায় ৭২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে রাজ্যের বিরোধী দল BJP-এর দাবি, কলকাতা পুরসভার নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি। নির্বাচনের পরেই সন্ধ্যায় কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পুনর্নির্বাচনের দাবি তুলেছে গেরুয়া শিবির।

দলের তরফে পুনর্নির্বাচনের দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাবেন বলেও জানানো হয়েছে। পুরভোটে অশান্তির অভিযোগে জেলায় জেলায় আন্দোলনে নেমেছে বিজেপি। পূর্বপরিকল্পনামতো নানা জায়গায় পথ অবরোধে নেমেছেন পদ্ম শিবিরের কর্মী, সমর্থকরা। রবিবার সন্ধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্ব রাজভবনে যায় বিজেপির প্রতিনিধিদল।

সন্ধ্যায় সল্টলেকে শুভেন্দু অধিকারীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ পর অবশ্য তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি প্রহরা সরে যায়। এরপর ২০ জন বিধায়ককে নিয়ে রাজভবনে যান বিরোধী দলনেতা। বৈঠক করেন রাজ্যপালের সঙ্গে। জগদীপ ধনকড়ও একাধিক টুইটে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।


বৈঠকের পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের মুখোমুখি হন। এই পুরভোটকে তিনি “স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সবচেয়ে বড় প্রহসনের নির্বাচন” বলে অভিহীত করেন। বলেন, “উত্তর কোরিয়ার মতো স্বৈরশাসন চলছে, কোনও গণতন্ত্র নেই। ২০ শতাংশ প্রকৃত ভোটার ভোটদান করতে পেরেছেন। বাকি সব জায়গায় রিগিং। অনেক জায়গায় CCTV কাজ করেনি। ফলে হিংসার প্রকৃত ছবি ধরা পড়েনি।”

Share it