তৃতীয় দফার নির্বাচনে ৭৭.৬৮ শতাংশ ৬টা পর্যন্ত ভোট পড়ল রাজ্যের ৩১টি আসনে। প্রথম দফায় ৮৫ শতাংশের কাছাকাছি ভোট পড়েছিল রাজ্যে। দ্বিতীয় দফাতে সেই হারও ছাপিয়ে ৮৬ শতাংশের উপর ভোট পড়েছিল। তৃতীয় দফাতেও সেই ধারা অব্যাহত না থাকলেও ভোট বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই হারও যথেষ্ট সন্তোষজনক।
West Bengal: A brawl erupted in Poishara village of Arambag constituency after locals objected to Sujata Mondal, TMC candidate from the constituency, visit to the village. pic.twitter.com/lNo4VpuUVU
— ANI (@ANI) April 6, 2021
সন্ধে ৬টা পর্যন্ত হুগলিতে ভোট পড়েছে ৭৯.২৯ শতাংশ। হাওড়াতে ভোট পড়েছে ৭৭.৯২ শতাংশ। ৭৬.৭৪ শতাংশ ভোট পড়েছে দক্ষিণ ২৪ পরগনায়। তৃতীয় দফায় তিন জেলার ৩১ আসনে নির্বাচন হচ্ছে মঙ্গলবার।
TMC's Derek O Brien writes to Chief Electoral Officer, West Bengal regarding 'Gruesome sexual assault on minor girl by CRPF jawan in AC 198-Tarakeshwar, Hooghly' pic.twitter.com/42DlrcyW9d
— ANI (@ANI) April 6, 2021
হুগলির গোঘাটে বাকি আসনগুলির তুলনায় সর্বোচ্চ ভোট পড়েছে। সেখানে ভোট পড়েছে ৮৪.৭১ শতাংশ। আরামবাগে ভোট পড়েছে ৭৯ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্রে ৭৫.১৭ শতাংশ ভোট পড়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনায় সর্বোচ্চ ভোট পড়েছে বাসন্তীতে। ৮০.২৬ শতাংশ ভোটদান হয়েছে সেখানে। হাওড়ার উলুবেড়িয়া দক্ষিণে ৮১ শতাংশ ভোট পড়েছে। হুগলির পুরশুড়া কেন্দ্রেও উল্লেখযোগ্য ভোটদান হয়েছে। সেখানে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৮২ শতাংশ। হরিপাল কেন্দ্রে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৭৫.৩৮ শতাংশ।