মুখ্যমন্ত্রীর অডিও টেপ ফাঁস করে BJP-এর নোংরা রাজনীতি করছে। শনিবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে সাংবাদিকদের কাছে এমনই দাবি করল তৃণমূল কংগ্রেস। এদিন নির্বাচন কমিশনের কাছে যায় তৃণমূলের একটি প্রতিনিধি দল। ছিলেন ডেরেক ও’ব্রায়েন, যশোবন্ত সিনহা ও পূর্ণেন্দু বসু।
শীতলকুচি নিয়ে মমতা-পার্থ কথোপকথনের অডিও টেপ নিয়ে BJP-এর বিরুদ্ধে সরব হন তাঁরা। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে তদন্তের দাবি জানিয়েছেন পূর্ণেন্দু বসুরা। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বর্তমানে তৃণমূল নেতা যশোবন্ত সিনহা বলেন, সম্পূর্ণ অনৈতিকভাবে BJP এই কাজ করেছে। এই অডিও টেপ BJP পেলই বা কী করে সেই প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর দাবি, এর থেকে প্রমাণিত, কেন্দ্রীয় সরকারের সঙ্গে BJP-এর গোপন আঁতাত রয়েছে। নির্বাচন কমিশনকে এবিষয়ে দ্রুত হস্তক্ষেপ করার অনুরোধ জানিয়ে ব্যবস্থাগ্রহণের আর্জি জানিয়েছে তৃণমূল।
তৃণমূলের প্রতিনিধি দল যাওয়ার আগে BJP-এর প্রতিনিধি দল কমিশনের দফতরে গিয়েছিল৷ সেখানে BJP নেতা শিশির বাজোরিয়া বলেন, সুখেন্দুশেখর রায় এবং ডেরেক ও’ব্রায়েনের কথা থেকে স্পষ্ট অডিও টেপটির সত্যতা রয়েছে। ভোটে যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই টেপ থেকে এটা প্রমাণিত বলেও দাবি করেছেন শিশির বাজোরিয়া।