Ariana Sayeed
Share it

তালিবান কাবুল দখল করার পরদিনই হাজারে হাজারে আফগান দেশ ছেড়ে পালাতে হামিদ কারজাই বিমানবন্দরে ভিড় জমিয়েছিল। এমনই পরিস্থিতিতে একটি মার্কিন বিমানেই উঠে বসে ৬৪০ জন। সেই ছবি নেটদুনিয়ায় ভাইরালও হয়েছিল। বিমানে উঠতে গিয়ে হুড়োহুড়ি করেই মারা গিয়েছেন অন্তত ৬ জন। বিমানের চাকা ধরে পালানোর চেষ্টাও করেছে আফগানিরা।


সেই বিমানের যাত্রী ছিলেন আফগান পপ গায়িকা আরিয়ানা সইদ। তালিবানদের ভয়ে আত্মরক্ষার্থে তিনিও দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আমেরিকায়। এমনই দাবি করেছেন আফগান পপ গায়িকা।

২০০১ সালে তালিবান শাসনের পরিসমাপ্তি ঘটার পর নিজের দেশে ফিরেছিলেন আরিয়ানা। তারপর নিজের দেশে পশ্চিমী দুনিয়ার মডেলদের মতোই খোলামেলা পোশাকেই ঘুরে বেড়াতেন তিনি। প্রকাশ্যে অনেক অনুষ্ঠানেও গান গেয়েছেন। কিন্তু, আফগানিস্তান ফের তালিবানদের দখলে চলে যাওয়ায় আতঙ্কে দেশ ছেড়েছেন তিনিও।

মার্কিন সেনার C-17 বিমানে যে তিনি পালিয়েছেন, সে খবর জানিয়েছেন এই আফগান গায়িকা নিজেই। বিমানে লুকিয়ে একটি ছবিও তোলেন। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আরিয়ানা। ক্যাপশনে লিখেছেন, ‘এক সাক্ষাৎকারে বলেছিলাম, ‘হয়তো আমিই হব মাতৃভূমি ছেড়ে পালিয়ে যাওয়া শেষ যোদ্ধা।’ মজার ঘটনা হচ্ছে, আজ সেটাই ঘটল আমার জীবনে।’

Share it