Panjshir Win
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাঞ্জশিরে আগ্রাসী তালিবানকে রুখে দিল নর্দার্ন অ্যালায়েন্স। এই বাহিনীকে সমর্থন করে এগিয়ে এসেছে সাধারণ আফগান নাগরিকরাও। ফলে আফগানিস্তানের উত্তরের শেষ সীমায় প্রতিহত হয়েছে তালিবান আধিপত্য।


তালিবান আগ্রাসন রুখে দিয়ে উল্লাসে মেত ওঠেন সাধারণ নাগরিকরা। গাড়ি নিয়ে পথে বেরিয়ে পড়তে দেখা যায় অনেককে। সঙ্গে Afghanistan-এর জাতীয় তেরঙ্গা পতাকা। কাবুল, কান্দাহার সহ বেশিরভাগ প্রদেশে যখন আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে ঘুরতে দেখলে অত্যাচার চালাচ্ছে তালিবান, তখন পাঞ্জশিরে এই ছবি অনেকটাই স্বস্তি দিচ্ছে আফগানদের।

Share it