নিউজ ওয়েভ ইন্ডিয়া: পাঞ্জশিরে আগ্রাসী তালিবানকে রুখে দিল নর্দার্ন অ্যালায়েন্স। এই বাহিনীকে সমর্থন করে এগিয়ে এসেছে সাধারণ আফগান নাগরিকরাও। ফলে আফগানিস্তানের উত্তরের শেষ সীমায় প্রতিহত হয়েছে তালিবান আধিপত্য।
Exclusive Video: Panjshir resistance, under the flags of the Northern Alliance, calling on afghan people to stand up against Taliban in #Afghanistan.
Note:The Panjshir Valley remains the last area of #Afghanistan standing strong against the #Taliban.
pic.twitter.com/YrjWadmy4N— Frontalforce 🇮🇳 (@FrontalForce) August 22, 2021
তালিবান আগ্রাসন রুখে দিয়ে উল্লাসে মেত ওঠেন সাধারণ নাগরিকরা। গাড়ি নিয়ে পথে বেরিয়ে পড়তে দেখা যায় অনেককে। সঙ্গে Afghanistan-এর জাতীয় তেরঙ্গা পতাকা। কাবুল, কান্দাহার সহ বেশিরভাগ প্রদেশে যখন আফগানিস্তানের জাতীয় পতাকা নিয়ে ঘুরতে দেখলে অত্যাচার চালাচ্ছে তালিবান, তখন পাঞ্জশিরে এই ছবি অনেকটাই স্বস্তি দিচ্ছে আফগানদের।