শেষ পর্যন্তু বিনাযুদ্ধে তালিবানদের দখলে কাবুল? পতনের মুখে দাঁড়িয়ে আফগানিস্তানের রাজধানী। সংবাদ সংস্থা সূত্রের খবর, চারিদিক থেকে পিলপিল করে তালিবান যোদ্ধারা শহরে ঢুকতে শুরু করেছে। শনিবার রাত থেকে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন প্রেসিডেন্ট আশরাফ গনিও।
Afghan President #AshrafGhani's government seems to be on the brink of losing control of the country.
With #Kabul the only major city left standing, the President appears to face a stark choice between surrendering to the Taliban or a fight to hold the capital, the BBC reported. pic.twitter.com/nhm6jko1C8
— IANS Tweets (@ians_india) August 15, 2021
তালিবান হানার আশঙ্কায় আগেই কাবুলে সমস্ত দফতর খালি করে দিয়েছে আশরফ গনি সরকার। আমেরিকা, ব্রিটেন সহ অন্যান্য দেশও তাদের দূতাবাস থেকে লোক সরিয়ে নিয়ে যাচ্ছে। কাবুলের সাধারণ মানুষও প্রাণ বাঁচাতে দেশ ছাড়ছেন।
#BREAKING Taliban capture Jalalabad: residents; Kabul only major Afghan city in govt control pic.twitter.com/MN2wmYr62M
— AFP News Agency (@AFP) August 15, 2021
তবে যোদ্ধাদের অস্ত্র সংবরণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তালিবান সূত্রে সংবাদ সংস্থাকে জানানো হয়েছে। নির্দেশে বলা হয়েছে, কেউ যাতে সাধারণ মানুষের ক্ষতি না করে তা দেখতে হবে। কেউ যদি শহর ছেড়ে চলে যেতে চান, তাঁকেও বাধা দেওয়া হবে না।