Taliban
Share it

বিনাযুদ্ধে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল আফগানিস্তানে। তালিবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠক। তারপরই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা আশরফ গনির। তাঁর জায়গায় এ বার আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল গনি বরাদর। বর্তমানে আফগানিস্তানে তালিবানের প্রধান তিনি।


শনিবার রাতে উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর রবিবার সকালে জালালাবাদ দখল করে তালিবান যোদ্ধারা। তার পর রাজধানী কাবুলে দলে দলে প্রবেশ করতে শুরু করেন তাঁরা। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে অস্ত্র ও হিংসা বন্ধ থাকে।


এর পর সরাসরি প্রেসিডেন্ট আশরফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসার বার্তা দেয় তালিবান নেতৃত্ব। জানিয়ে দেওয়া হয়, গায়ের জোরে কাবুল দখল করতে চায় না তারা। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চায় তালিবান।


তালিবানদের বার্তা পেয়ে মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন আশরফ গনি। বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালিবান নেতৃত্বকে। এরপর প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেয় মোল্লা আবদুল গনি বরাদরের নেতৃত্বে তালিবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরফ।

Share it