বিনাযুদ্ধে ক্ষমতার হস্তান্তর হয়ে গেল আফগানিস্তানে। তালিবান নেতাদের সঙ্গে মাত্র ৪৫ মিনিট বৈঠক। তারপরই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা আশরফ গনির। তাঁর জায়গায় এ বার আফগানিস্তানের প্রেসিডেন্ট হতে পারেন মোল্লা আবদুল গনি বরাদর। বর্তমানে আফগানিস্তানে তালিবানের প্রধান তিনি।
#UPDATE The Taliban were on the brink of total victory in #Afghanistan on Sunday, their fighters ordered to wait on the outskirts of the capital #Kabul and the country's interior minister conceding the government was preparing for a "transfer of power" https://t.co/neQxjo8bzB pic.twitter.com/XyFbYqKdhw
— AFP News Agency (@AFP) August 15, 2021
শনিবার রাতে উত্তরের মাজার-ই-শরিফ দখলের পর রবিবার সকালে জালালাবাদ দখল করে তালিবান যোদ্ধারা। তার পর রাজধানী কাবুলে দলে দলে প্রবেশ করতে শুরু করেন তাঁরা। যদিও দলীয় নেতৃত্বের নির্দেশে অস্ত্র ও হিংসা বন্ধ থাকে।
Negotiations going on in the Afghan Presidential Palace to transfer power to the #Taliban.
The head of High Council for National Reconciliation Abdullah Abdullah is said to be mediating the process, Afghan media reported. pic.twitter.com/Mg3Eex1uKc
— IANS Tweets (@ians_india) August 15, 2021
এর পর সরাসরি প্রেসিডেন্ট আশরফ গনি এবং আমেরিকার কূটনীতিবিদদের সঙ্গে আলোচনায় বসার বার্তা দেয় তালিবান নেতৃত্ব। জানিয়ে দেওয়া হয়, গায়ের জোরে কাবুল দখল করতে চায় না তারা। শান্তিপূর্ণভাবে ক্ষমতার হস্তান্তর চায় তালিবান।
Afghan govt handing power to Taliban, Ali Ahamd Jalali to be appointed as new interim head
Read @ANI Story | https://t.co/enil1DXudQ#Afghanistan #Taliban pic.twitter.com/ihb3O8iGEP
— ANI Digital (@ani_digital) August 15, 2021
তালিবানদের বার্তা পেয়ে মার্কিন কূটনীতিবিদ এবং ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন আশরফ গনি। বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয় তালিবান নেতৃত্বকে। এরপর প্রেসিডেন্টের বাসভবনের উদ্দেশে রওনা দেয় মোল্লা আবদুল গনি বরাদরের নেতৃত্বে তালিবানের একটি প্রতিনিধি দল। সেখানে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন আশরফ।