দেশজুড়ে করোনার টিকাকরণ চালু হতে চলেছে ১৩ জানুয়ারি থেকে। ইতিমধ্যেই প্রায় সবরাজ্যে শুরু হয়ে গেছে টিকাকরণের মহড়া। এরইমধ্যে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের বৈঠকে ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১১ জানুয়ারি বিকেল ৪টেয় এই বৈঠক হবে।
At 4 PM on 11th January, PM Narendra Modi will interact with Chief Ministers of all states via video conferencing. They will discuss the #COVID19 situation and the vaccination rollout. pic.twitter.com/0EwGrPnEXA
— ANI (@ANI) January 8, 2021
সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, আমজনতার কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়েই আলোচনা হবে বৈঠকে। শুক্রবারই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন বলেছেন, “আশা করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার কাজও আমরা শুরু করে দিতে পারব।”
দেশের প্রায় সব রাজ্যেই এখন চলছে ড্রাই রান। বাংলাতেও শুরু হয়েছে মহড়া। এই পরিস্থিতিতে কত তাড়াতাড়ি এবং কীভাবে সাধারণ মানুষের কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়া যাবে, সেটাই এখন প্রশ্ন।