Share it

নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতির পৌরোহিত্যে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকার জন্য সব রাজ্যের রাজ্যপাল, শিক্ষামন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। ভার্চুয়াল ওই বৈঠকে এরাজ্যের তরফে থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সমস্ত উপাচার্যদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।

নয়া জাতীয় শিক্ষানীতি (NEP) নিয়ে কেন্দ্রের প্রস্তাবিত কয়েকটি নীতি প্রকাশ্যে আসার পরই সমালোচনায় সরব হয়েছিল পশ্চিমবঙ্গ। ২৮ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা NEP খসড়া প্রস্তাব পাশ করে। এরপরেই রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয় ওই শিক্ষানীতি পশ্চিমী দেশগুলির অনুকরণে করা হয়েছে। ঘোষিত নতুন শিক্ষানীতি বাস্তবায়নে এখনও বিজেপি বিরোধী প্রায় কোনও রাজ্যেরই সমর্থন পায়নি মোদী সরকার। তামিলনাড়ু থেকে তেলেঙ্গানা, দেশের বিভিন্ন প্রান্তে এর বিরোধিতা করা হয়েছে।

প্রসঙ্গত, কেন্দ্রের নয়া শিক্ষানীতির খসড়া প্রস্তাব খতিয়ে দেখতে ইতিমধ্যেই ছয় সদস্যের একটি কমিটি গঠন করেছে রাজ্য সরকার। ওই কমিটির তরফে তাদের পর্যবেক্ষণ রিপোর্ট অগাস্টের শেষ সপ্তাহে কেন্দ্রের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কমিটির এক সদস্য সংবাদ সংস্থা PTI-কে জানিয়েছেন, নয়া শিক্ষানীতির বেশ কয়েকটি প্রস্তাব তাঁদের কাছে অস্বচ্ছ বলে মনে হয়েছে। রাজ্যের বক্তব্য, কেন্দ্রের দূরদর্শীতার অভাবের জন্য ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের মুখে ঠেলে দেওয়া যায় না। তাই বৈঠকে রাজ্যের বক্তব্য তুলে ধরবেন পার্থ চট্টোপাধ্যায়।

Share it