অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এবার NCB-এর জালে তাঁর রাঁধুনি দীপেশ সাওয়ান্ত। জিজ্ঞাসাবাদের জন্য শনিবার দীপেশকে তলব করেছিলেন নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা। দীর্ঘ জেরার পরে তাঁকে গ্রেফতার করা হয়। রবিবার সকালে তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।
NCB-এর ডেপুটি ডিরেক্টর কেপিএস মালহোত্রা জানিয়েছেন, ১০ ঘণ্টা টানা জেরা করার পর নারকোটিকস ড্রাগস অ্যান্ড সাইকোট্রফিক সাবস্ট্যান্সেস (NDPS) অ্যাক্টের একাধিক ধারার অধীনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে রিয়া চক্রবর্তীকেও। শুক্রবার রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী ও সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডাকে গ্রেপ্তার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। সৌভিক ও স্যামুয়েল ছাড়াও এর আগে আরও দু’জনকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় সংস্থা। সেই তালিকায় নবতম সংযোজন সুশান্তের রাঁধুনি দীপেশ সাওয়ান্ত।
শনিবার NCB জানায়, অভিযুক্ত আবদেল বসিত পারিহারের সঙ্গে যুক্ত ছিল সৌভিক। ৯ সেপ্টেম্বর পর্যন্ত তাকে নিজেদের হেপাজতে রাখবে NCB। আদালতকে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো জানিয়েছে, সুশান্তের ব্যক্তিগত কর্মী দীপেশ সাওয়ান্ত ও রিয়া চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হবে সৌভিককে।