Share it

টানা তিনদিন জিজ্ঞাসাবাদের পর নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে গ্রেফতার হলেন সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তী। রবি ও সোমবার পর পর দু’দিন জেরার পর মঙ্গলবারও ডেকে পাঠানো হয় রিয়াকে। বেশ কিছুক্ষণ জেরার পরই দুপুরে রিয়াকে গ্রেফতার করে NCB। বিকেল সাড়ে ৪টে নাগাদ তাঁকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ তাঁকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে পেশ করা হবে।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ৮১ দিন পর গ্রেফতার করা হল রিয়া চক্রবর্তীকে। NDPS আইনের ৬৭ নম্বর ধারায় রিয়া চক্রবর্তী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন বলে খবর। বুধবার ভাই সৌভিক, ম্যানেজার স্যামুয়েল মিরান্ডার পাশাপাশি আদালতে তোলা হবে অভিনেত্রীকেও। সুশান্ত মৃত্যুকাণ্ডের তদন্তে নেমে মাদক পাচারকারীচক্রের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগের হদিশ পায় NCB। এরপরই রিয়া চক্রবর্তীকে গ্রেফতার যে সময়ের অপেক্ষা, তা মনে করছিলেন অনেকেই।

রিয়াকে যে গ্রেফতার করা হতে পারে, তা আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানেশিন্ডে। রিয়া গ্রেফতার হওয়ার জন্য প্রস্তুত জানিয়ে দিন কয়েক আগেই বিবৃতি দেন তিনি। মেয়ের বিরুদ্ধে মিডিয়া ট্রায়াল নিয়ে সরব হন রিয়ার বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীও। তিনি বলেন, “আমার ছেলেকে গ্রেফতার করার জন্য ভারতকে অভিনন্দন। আমি নিশ্চিত, এর পরেই আমার মেয়ের পালা।” মঙ্গলবাই তাঁদের আশঙ্কা সত্যি হল। এদিকে, রিয়ার গ্রেফতারির পর সোশ্যাল মিডিয়ায় টুইট করেন সুশান্ত সিং রাজপুতের পরিবারের সদস্যরা। ‘সত্যমেব জয়তে’ বলে টুইট করতে শুরু করেন সুশান্তের অনুগামীরাও।

Share it