সুশান্ত মৃত্যু রহস্যে মাদক যোগের তদন্ত করতে গিয়ে শনিবারই দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করে NCB। রবিবার তাকে আদালতে হাজির করা হয়। নারকোটিক কন্ট্রোল ব্যুরো (NCB) রবিবার প্রকাশ করেছে চাঞ্চল্যকর একটি তথ্য। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন পরিচারক দীপেশ সাওয়ান্ত ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য। এবং সমাজের উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে।
NCB জানিয়েছে, “সুশান্তের পরিচারক দীপেশ সাওয়ান্তের স্টেটমেন্ট অনুযায়ী এবং NCB যে ডিজিটাল তথ্যপ্রমাণ পেয়েছে তার ভিত্তিতে এটা স্পষ্ট যে দীপেশ ড্রাগ সিন্ডিকেটের সক্রিয় সদস্য এবং সমাজের উচ্চস্তরের ব্যক্তিদের সঙ্গে যুক্ত ছিল সে এবং মাদক সরবরাহ করত।”
রবিবার আদালতের নির্দেশে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সাওয়ান্তকে NCB হেপাজতে পাঠানো হয়েছে। শেষ দুই সপ্তাহে রিয়া চক্রবর্তীর ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের প্রাক্তন ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা ও পরিচারক দীপেশ সাওয়ান্তকে গ্রেপ্তার করে NCB। শৌভিক ও মিরান্ডাকেও গ্রেপ্তার করা হয় শুক্রবার। তাদেরও ৯ সেপ্টেম্বর পর্যন্ত NCB হেপাজতের নির্দেশ দিয়েছে আদালত। তদন্তের প্রয়োজনে সুশান্ত মৃত্যু মামলায় মূল অভিযুক্ত রিয়াকেও সমন পাঠিয়েছে NCB।