Share it

আচমকা হুড়মুড়িয়ে ধসে পড়ল বহুতল। অন্তত ১৫ জনকে উদ্ধার করা গিয়েছে জখম অবস্থায়। ১০০-১৫০জন এখনও আটকে রয়েছেন ধ্বংসস্তূপের নীচে! মৃত্যুর খবর না মিললেও, আশঙ্কা ক্রমেই বাড়ছে। সোমবার ভরসন্ধেয় মহারাষ্ট্রের রায়গড়ে এলাকার কাজলপুরায় এই ঘটনাটি ঘটেছে।

খবর পাওয়া মাত্র পৌঁছেছে উদ্ধারকারী দল ও দমকল। স্থানীয় বাসিন্দারাও হাত লাগিয়েছেন উদ্ধার কাজে। জানা গেছে, মোট ৪৫টি ফ্ল্যাট ছিল ওই বহুতলে। লাগাতার বৃষ্টিতে এমনিই বিপর্যস্ত মহারাষ্ট্র। সেই কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করছেন অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধে সাতটা নাগাদ বহুতলটি বিকট শব্দে ভেঙে পড়ে, গোটা এলাকা ধুলোয় ঢেকে যায়। আর্তনাদ তীব্র হয় বাসিন্দাদের।

Share it