মহাকাশে এলডোরাডোর সন্ধান পেল নাসা। এই ব্রহ্মাণ্ডে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা এমনই এক গ্রহাণুর সন্ধান পেয়েছে, যেখানে ঠাসা রয়েছে সোনা ও বহুমূল্য ধাতু। যা পৃথিবীতে আনতে পারলে বদলে যাবে ধনী-দরিদ্রের সংজ্ঞা।পৃথিবীর প্রতিটি বাসিন্দাই হয়ে যেতে পারেন কোটিপতি।
মঙ্গল আর বৃহস্পতির গ্রহের মধ্যে রয়েছে এই গ্রহাণু। ইতিমধ্যেই নাসার স্পেস স্টেশনের থেকে এই গ্রহাণুর সন্ধানে যান পাঠানো হয়েছে। এই দুই গ্রহের থেকে এই গ্রহাণুর দূরত্ব কমবেশি ২০০ কিলোমিটার। গত ফেব্রুয়ারিতে এই গ্রহাণুর সন্ধান পেয়েছে নাসা। তবে পৃথিবী থেকে এই গ্রহাণু এতটাই দূরে রয়েছে, যে তার নাগাল পাওয়া হয়ত সম্ভব নাও হতে পারে।