বুধবার সকাল থেকে দফায় দফায় ঝেঁপে বৃষ্টি নেমেছে কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে। বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ। আর একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এই জোড়া নিম্নচাপের জেরেই রাজ্যে বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এখন। ২৫ জুন পর্যন্ত বৃষ্টিপাত হবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে বুধবার সকালে। সেটা ধীরে ধীরে সরবে পশ্চিমদিকে। তারপর বৃহস্পতিবার সেটি আর ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপের আকার নেবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হবে ২৩ অগাস্ট। ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বাড়তে পারে বিভিন্ন নদীর জলস্তর। কলকাতা সহ বিভিন্ন জায়গায় জল জমে তৈরি হতে পারে যানজট।
আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে।