Share it

মহারাষ্ট্র সরকারের সঙ্গে তুমুল সংঘাতের মাঝেই বুধবার আজই মুম্বইয়ে ফিরলেন কঙ্গনা। তার মধ্যেই এ দিন দুপুরে তাঁর অফিস ভাঙতে শুরু করে দেয় বৃহন্মুম্বই পুরসভা (BMC)। তা নিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন অভিনেত্রী। তাতে সাড়া দিয়ে এ দিন নির্মাণ ভাঙার ওপর স্থগিতাদেশ দেয় আদালত।
দেখুন ভিডিও:

কড়া নিরাপত্তার ঘেরাটোপেই বুধবার বেলা ২.৫৬ মিনিটে বোন রঙ্গোলি চান্দেলকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে নামেন কঙ্গনা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তবে বিমানবন্দরের বাইরে তাঁর বিরোধীতায় তীব্র বিক্ষোভ দেখাতে থাকেন শিব সেনার সমর্থকরা। তাঁরা কঙ্গনার বিরোধিতায় স্লোগান দিতে থাকেন। বেআইনি নির্মাণের অভিযোগ তুলে মঙ্গলবার পালি হিলে কঙ্গনার মণিকর্ণিকা ফিল্মসের একটি দফতরের বাইরে নোটিস ঝুলিয়ে দেয় BMC। ২৪ ঘণ্টার মধ্যে সেই নোটিসের জবাব দিতে বলা হয়েছিল অভিনেত্রীকে। বুধবার সকাল পর্যন্ত তা এসে না পৌঁছতেই এ দিন দুপুরে বুলডোজার নিয়ে অফিস ভাঙার কাজ শুরু করে দেয় বৃহন্মুম্বই পুরসভা। ওই অফিসের বাইরে মোতায়েন করা হয় পুলিশ বাহিনীও।
দেখুন ভিডিও:

এ দিন বিএমসি সূত্রে বলা হয়, শুধু কঙ্গনার অফিস ধূলিসাৎ করেই থামবে না তারা। এর পর অভিনেত্রীর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগও আনা হবে। তবে তাতে তিনি ভীত নন বলে জানিয়ে দিয়েছেন মণিকর্ণিকা অভিনেত্রী। এ দিন বম্বে হাইকোর্টে বিরাট সাফল্য পান বলিউডের অভিনেত্রী। তাঁর মুম্বইয়ের অফিস ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আদালত। আদালত বৃহস্পতিবার বিকল ৩টে পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার ফের কঙ্গনার আবেদনের শুনানি হবে।
দেখুন ভিডিও:


বুধবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। সেখানে মহারাষ্ট্রের প্রশাসনিক প্রধানকে ‘তুই-তোকারি’ সম্বোধন করে কঙ্গনা বলেন, “উদ্ধব ঠাকরে, তুই কী ভাবিস? ফিল্ম মাফিয়াদের সঙ্গে যুক্ত হয়ে তুই আমার বাড়ি ভাঙবি আর বদলা নিবি? আজ আমার ঘর ভেঙেছে, কাল তোর অহংকার ভাঙবে। সময়ের চাকা, মনে রেখো, কোনও দিন এক জায়গায় থেমে থাকে না।” অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর তদন্তে মুম্বই পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকেই সরব কঙ্গনা। শিবসেনা-NCP এবং কংগ্রেসের জোট সরকারের আমলে মুম্বই পাক অধিকৃত কাশ্মীরে পরিণত হয়েছে এবং সেখানে ফিরতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সম্প্রতি মন্তব্য করেন কঙ্গনা। সেই নিয়ে মহারাষ্ট্র সরকারের সঙ্গে তাঁর টানাপড়েন শুরু হয়।

Share it