মমতা বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)
Share it

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে সুখবর এল বাংলার ঘরে। আন্তর্জাতিক মঞ্চে ফের সম্মানিত হল বাংলা। রাষ্ট্রসংঘের কাছে সেরার পুরস্কার পেল রাজ্য সরকারের ‘সবুজ সাথী’ প্রকল্প। শুধু তাই নয়, স্কিল ডেভেলপমেন্টে সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছে বাংলারই ‘উৎকর্ষ বাংলা’। সারা বিশ্বের ১৬০টি দেশের বিভিন্ন প্রকল্পের মধ্যে বাংলার দুই প্রকল্প পেল সেরার তকমা। যা রাজ্যের জন্যে রীতিমতো সম্মানের।

রাষ্ট্রসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি গত ৭ সেপ্টেম্বরই ভারচুয়ালি প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করে। জানানো হয়, ১৬০টি দেশের তরফে মোট ১৬০০টি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল। সেখানেই সেরার শিরোপা জিতে নিয়েছে বাংলার এই দুই প্রকল্প।

এরআগে রাষ্ট্রসংঘে রাজ্য সরকারের ‘কন্যাশ্রী’ প্রকল্প পেয়েছিল সেরার সম্মান৷ ‘উৎকর্ষ বাংলা’ হল রাজ্যের তরুণ প্রজন্মের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তৈরি প্রকল্প। রাজ্যের উদ্যোগে লক্ষ লক্ষ বেকার যুবক-যুবতি নিখরচায় দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ পেয়েছেন ও পাচ্ছেন। অপরদিকে রাজ্যজুড়ে স্কুল ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে সাইকেল প্রদানের প্রকল্প ‘সবুজ সাথী’৷ প্রকল্প দু’টি চালু হওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে বাংলায়৷ এর সুবিধা পেয়েছেন ও পাচ্ছেন বহু মানুষ৷

Share it