গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঘূর্ণাবর্ত ঘনাচ্ছে। ফলে আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস। প্রবল বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। বৃষ্টির জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ভাদ্রের ভ্যাপসা গরম থেকে কিছুটা রেহাই পাবেন মানুষ।
বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কয়েক পশলা বৃষ্টি হয়। বুধবার থেকেই আকাশ ছিল মেঘে ঢাকা। কলকাতায় না হলেও বুধবার শহরতলির বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সন্ধের দিকে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহবিদদের দাবি, মৌসুমী অক্ষ রেখা অবস্থান করছে দক্ষিণবঙ্গে। এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। সেই কারণে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। ভারী বৃষ্টি হবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। মৌসুমী অক্ষরেখা অমৃতসর, আম্বালা, বারেলি, বারাণসী, ডালটনগঞ্জ, এরপর দিঘা হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর সঙ্গেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এই দুই সিস্টেমের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে রাজ্যজুড়ে।