Share it

ভালোবেসে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে মিরাটিতে অনেকে ডাকতেন ‘পল্টু দা’ বলে। ৫০ বছরের রাজনৈতিক জীবনে বহু গুরুত্বপূর্ণ পদ সামলেছেন অবলীলায়। ফলে ব্যস্ত থাকতেন সর্বদা। কিন্তু, তার অতিব্যস্ত কর্মকাণ্ড থেকেও নিজের জন্য সময় বের করে নিতেন মাঝে মাঝে। দুর্গাপুজোর সময় ঠিক নিজের জন্য কয়েকটি দিন বের করে নিতেন ব্যস্ত সূচি থেকে। তাঁর পৈতৃক ভিটে কীর্ণাহারের মিরাটিতে দুর্গাপুজো হত। বীরভূমে আসতেন প্রতিবছর পুজোর দিনে। শুধু তাই নয়, নিজের হাতে মায়ের পুজো করতেন। করতেন চণ্ডীপাঠও।

একশো বছরেরও বেশি পুরনো তাঁর বাড়ির পুজো। দাদা অসুস্থতার কারণে সরে যাওয়ার পর থেকে নিজের কাঁধে পুজোর দায়িত্ব তুলে নিয়েছিলেন ‘পল্টু দা’। সঙ্গে থাকতেন তাঁর ছেলে অভিজিত মুখোপাধ্যায়ও। বংশের পরম্পরা ও ঐতিহ্য মেনে প্রতি বছর পুজো করেছেন। তাঁর বাড়ির পুজোয় পুজোর কটাদিন এলাকার সব মানুষের অবাধ আমন্ত্রণ ছিল। পুজোর ভোগ খাওয়াতেন গোটা এলাকাবাসীকে। কালীপুজোও হত তাঁর পৈতৃক ভিটেতে।

সোমবার ৩১ অগাস্ট পৃথিবীর মায়া কাটিয়ে বিদায় নিয়েছেন কীর্ণাহারের মিরাটি গ্রামের সকলের প্রিয় ‘পল্টু দা’। আর তাঁকে দেখা যাবে না ধুতি ও নামাবলি গায়ে মায়ের আরতি করতে। তবু চিরকাল সকলের প্রিয় ‘পল্টু দা’ হয়েই মিলাটির স্মৃতিতে থেকে যাবেন প্রাক্তন রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ প্রণব মুখোপাধ্যায়।

 

Share it