ভারতের ডিজিট্যাল স্ট্রাইক নিয়ে এবার মুখ খুলল চিন। মাত্র একদিন আগেই নিষিদ্ধ হয়েছে PUBG সহ ১১৮টি অ্যাপ। দিল্লির এই ডিজিট্যাল স্ট্রাইক নিয়ে এবার সুর চড়াল বেজিং। চিনের তরফে ভুল শুধরে নেওয়ার বার্তা দেওয়া হয়েছে ভারতকে। চিনের বাণিজ্যমন্ত্রক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ভারতের এই পদক্ষেপ চিনের বিনিয়োগকারীদের স্বার্থে আঘাত করেছে। এরফলে তাঁরা সমস্যায় পড়বে। চিন চায়, দ্রুত ভুল শুধরে নিক ভারত।
চিনের বাণিজ্যমন্ত্রকের মুখপাত্র গাও ফেং বলেছেন, “ভারতের এই পদক্ষেপ জাতীয় সুরক্ষার ধারনাকে অবমাননা করছে। এবং এই সক্রিয়তা চিনা সংস্থার বিরুদ্ধে বৈষম্যমূলকও।” চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র হুয়া চুনইং-এর বক্তব্য, মার্কিন বিধিনিষেধের চাপে এই ‘অদূরদর্শী’ পদক্ষেপ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় PUBG সহ ১১৮টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার৷ এক বিবৃতিতে বলা হয়েছে, এই অ্যাপগুলি ভারতের নিরাপত্তা, অখণ্ডতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী৷ ভারতীয় ‘সাইবার স্পেস’-কে আরও সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে৷ এরআগে একই কারণ দেখিয়ে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা করেছিল ভারত৷ তার মধ্যে ছিল টিকটকের মতো অতি জনপ্রিয় অ্যাপও৷