করোনা ভাইরাস
Share it

দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এবার সব রেকর্ড ভেঙে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৯০ হাজারেরর গণ্ডি। রবিবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে নোভেল করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯০ হাজার ৬৩২ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ১৩ হাজার ৮১১। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৮ লাখ ৬২ হাজার ৩২০। এখনও পর্যন্ত ৩১ লাখেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন।

গত ১৩ দিনে প্রায় দশ লাখ মানুষের নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। একটা সময় দেশে এক থেকে দশ লাখ আক্রান্তের সংখ্যা পৌঁছতে সময় লেগেছিল ৫৯ দিন। কিন্তু আনলক প্রক্রিয়া শুরু হতেই দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলকে ছাপিয়ে যাওয়া এখন স্রেফ সময়ের অপেক্ষা। ব্রাজিলে মোটে আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ২৩ হাজার। অর্থাৎ এই মুহূর্তে ব্রাজিলের চেয়ে আক্রান্তের সংখ্যায় মাত্র ৯ হাজার পিছিয়ে ভারত। দেশে যে হারে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, তাতে আর ২৪ ঘণ্টাতেই ব্রাজিলকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে ভারত। আশঙ্কা বিশেষজ্ঞদের। সক্রিয় আক্রান্তের নিরিখে এই মুহূর্তে বিশ্ব তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারত। তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। সেখানে এখনও পর্যন্ত ৬২ লাখ ৪৫ হাজার ১১২ জন মানুষ নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন।

গত ৪-৫দিন ধরে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ১ হাজারের আশেপাশে ঘোরাফেরা করছে। এ দিনও গত ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ৬৫ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে। দেশে সবমিলিয়ে এখনও পর্যন্ত নোভেল করোনার প্রকোপে প্রাণ হারিয়েছেন ৭০ হাজার ৬২৬ জন মানুষ। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১১ লাখ নমুনা সংগ্রহ করা হয়েছে। জানা গিয়েছে আক্রান্তদের মধ্যে বেশি কিছু বিদেশিও রয়েছেন।

Share it