আগামী সপ্তাহ থেকেই কলকাতায় ফের ছুটবে কলকাতা মেট্রো। তার আগে একগুচ্ছ নিয়মবিধি জারি করল মেট্রো কর্তৃপক্ষ। যাত্রীরা কী করবেন, আর কী করবেন না, তার বিস্তারিত জানিয়ে বুধবার বিজ্ঞপ্তি আকারে জারি করা হয়েছে।
এক ঝলকে দেখে নিন সেই গাইডলাইন:
1.মেট্রোয় উঠতে গেলে নাক, মুখ মাস্কে ঢেকে রাখা বাধ্যতামূলক।
2.শুধুমাত্র স্মার্টকার্ড ব্যবহারকারীরাই মেট্রোয় চড়তে পারবেন।
3.মেট্রোয় ওঠার আগে প্ল্যাটফর্মের স্যানিটাইজার ডিসপেনশর মেশিন থেকে হাতে স্যানিটাইজার মেখে নিতে হবে।
4.মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে হবে।
5.স্মার্ট কার্ড রিচার্জ করতে পথদিশা বা মেট্রো রেলের অ্যাপ ডাউনলোড করুন।
6.প্ল্যাটফর্মে প্রবেশের আগে থার্মাল গানে শরীরে তাপমাত্রা মাপতে কর্মীদের সাহায্য করুন।
7.প্ল্যাটফর্মে ঢোকা ও বেরনোর জন্য নির্দিষ্ট গেট ব্যবহার করুন।
8.বুকিং কাউন্টার, গেট ও প্ল্যাটফর্মে ন্যূনতম ছয় ফুট দূরত্ব বজায় রাখতে হবে।
মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, মেট্রো চলবে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত। দু’প্রান্ত থেকেই শেষ মেট্রো ছাড়বে সন্ধ্যা ৭টায়। যে সব স্টেশন কন্টেইনমেট এলাকার মধ্যে পড়বে, সেই সব স্টেশন বন্ধ থাকবে। রবিবার কোনও মেট্রো চলবে না। অর্থাৎ বন্ধ থাকবে পরিষেবা। মেট্রো প্রতিটি প্ল্যাটফর্মে ২০ সেকেন্ডের বদলে ৩০ সেকেন্ড দাঁড়াবে। রেক স্যানিটাইজ করার পর তবেই চালানো হবে। যে সমস্ত সিটে ক্রস চিহ্ন দেওয়া থাকবে সেখানে কেউ বসবেন না।
লিফটে মাত্র ৩ জন উঠতে পারবেন। স্টেশনে থুতু ফেললেই মোটা টাকা জরিমানা। মাটির নীচে স্টেশনে খাবার ও পানীয়ের দোকান বন্ধ থাকবে। মাটির ওপরের স্টেশনে খাবারের স্টল খোলা থাকবে। স্টেশন সুপারিন্টেন্ডেন্ট ঘরে ২ জনের বেশি থাকা যাবে না। হাউজ কিপিং সদস্যদের অ্যাপ্রন ও ক্যাপ পড়ে থাকতে হবে।