Share it

সোমবার বৈঠকে বসবে কংগ্রেস ওয়ার্কিং কমিটি। তার আগে রবিবার দলীয় নেতাদের বার্তা দিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী। দলে তাঁর মেয়াদ শেষ। তাই এবার নতুন প্রধান খুঁজে নিতে বললেন তাঁদের। দলের সচিব কে সি বেণুগোপালকে তিনি বলেন, অন্তবর্তীকালীন সভাপতি পদে তাঁর মেয়াদ শেষ এবার দলের উচিত নতুন মুখ খুঁজে নেওয়া।

এদিকে অভ্যন্তরীণ বৈঠকের আগে, দলের অন্দরমহলে উঠে এসেছে ভিন্ন মতামত। একটা গোষ্ঠী চাইছে দলের সাংসদ ও প্রাক্তন মন্ত্রীদের মধ্যে থেকে সম্মিলিতভাবে বেছে নেওয়া হোক নতুন মুখ। আরেকটি গোষ্ঠীর দাবি, ওই পদে ফিরে আসুন রাহুল গান্ধী।

কয়েকজন প্রাক্তন মন্ত্রী সহ দলের দু-ডজন নেতা ইতিমধ্যেই সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে দলীয় সংগঠন ঢেলে সাজানোর অনুরোধ করেছেন। আবার রাহুল ঘনিষ্ঠ কয়েকজন CWC-কে চিঠি দিয়েছেন রাহুলকে ফিরিয়ে আনার জন্য।

Share it