Share it

করোনার ছোবল থেকে নিজেকে বাঁচাতে পারলেন না খোদ কলকাতা পুলিশ কমিশনা অনুজ শর্মাও। বৃহস্পতিবার কোভিড পজিটিভ রিপোর্ট আসে তাঁর। তবে উপসর্গ খুবই সামান্য। হোম আইলসোলেশনে থাকলেও আপাতত সুস্থই রয়েছেন নগরপাল। গত দুদিন ধরে কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারে আসেননি তিনি। তবে, বাড়ি থেকেই আপাতত কাজ সামলাচ্ছেন অনুজ শর্মা।

সূত্রের খবর, গত কয়েক দিন ধরেই তিনি অসুস্থ বোধ করছিলেন। করোনার অন্যান্য উপসর্গের সঙ্গে সামান্য জ্বরও আছে বলে জানা গেছে। বুধবার তিনি কোভিড পরীক্ষা করান। সেই রিপোর্ট বৃহস্পতিবার সকালে এসেছে। তাতে লেখা তিনি কোভিড পজিটিভ৷

এর আগে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) শুভঙ্কর সিন্‌হা সরকারও করোনায় আক্রান্ত হয়েছিলেন। এখন তিনি সুস্থ। কলকাতা পুলিশের অন্দরে করোনার থাবা ক্রমেই যেন বেড়ে চলেছে। বৃহস্পতিবারই মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর গৌতম মাহাতর। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। গৌতম বাবুকে নিয়ে কলকাতা পুলিশে মোট ১২ জন আধিকারিকের মৃত্যু হল করোনায়।

Share it