এবার সামনে এল এসসি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম। চলতি মরশুমে লাল-হলুদের (SC East Bengal) হয়ে Hero ISL-এ খেলবেন অ্যান্তোনিও পেরোসেভিক (𝐀𝐧𝐭𝐨𝐧𝐢𝐨 𝐏𝐞𝐫𝐨š𝐞𝐯𝐢ć)। বৃহস্পতিবার দুপুরে দলের তরফে অফিসিয়ালি তাঁর নাম ঘোষণা করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়।
🚨𝐈𝐓'𝐒 𝐎𝐅𝐅𝐈𝐂𝐈𝐀𝐋🚨
We've added teeth to our attacking line, and it's 🇭🇷 forward 𝐀𝐧𝐭𝐨𝐧𝐢𝐨 𝐏𝐞𝐫𝐨š𝐞𝐯𝐢ć who has signed on a one-year deal that will keep him with us till the end of the season.
😍🔴🟡#AntonioIsHere #JoyEastBengal #WeAreSCEB #HeroISL pic.twitter.com/bCOGIkPXtU
— SC East Bengal (@sc_eastbengal) September 23, 2021
ময়দানে দলের অ্যাটাকিং লাইন আরও মজবুত করতে ফরওয়ার্ড পজিশনে অ্যান্তোনিওকে রাখা হয়েছে। এবং ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তি হয়েছে তাঁর। ফলে চলতি মরশুমে গোটা ISL-এ লাল-হলুদের সঙ্গে থাকছেন অ্যান্তোনিও।
SC East Bengal-এ সই করার পর সোশ্যাল মিডিয়ায় অ্যান্তোনিও বলেন, “দলের স্পিরিট বজায় রাখার পাশাপাশি দলকে সবরকমভাবে সাহায্য করব। লাল-হলুদ শিবিরের ইতিহাস ও আবেগ অজানা নয়। তাই এরকম একটা ঐতিহাসিক ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। ময়দানে নিজের সেরারা উজাড় দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”