Share it

এবার সামনে এল এসসি ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ফুটবলারের নাম। চলতি মরশুমে লাল-হলুদের (SC East Bengal) হয়ে Hero ISL-এ খেলবেন অ্যান্তোনিও পেরোসেভিক (𝐀𝐧𝐭𝐨𝐧𝐢𝐨 𝐏𝐞𝐫𝐨š𝐞𝐯𝐢ć)। বৃহস্পতিবার দুপুরে দলের তরফে অফিসিয়ালি তাঁর নাম ঘোষণা করা হয়েছে এসসি ইস্টবেঙ্গলের সোশ্যাল মিডিয়ায়।

ময়দানে দলের অ্যাটাকিং লাইন আরও মজবুত করতে ফরওয়ার্ড পজিশনে অ্যান্তোনিওকে রাখা হয়েছে। এবং ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তি হয়েছে তাঁর। ফলে চলতি মরশুমে গোটা ISL-এ লাল-হলুদের সঙ্গে থাকছেন অ্যান্তোনিও।

SC East Bengal-এ সই করার পর সোশ্যাল মিডিয়ায় অ্যান্তোনিও বলেন, “দলের স্পিরিট বজায় রাখার পাশাপাশি দলকে সবরকমভাবে সাহায্য করব। লাল-হলুদ শিবিরের ইতিহাস ও আবেগ অজানা নয়। তাই এরকম একটা ঐতিহাসিক ক্লাবের হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। ময়দানে নিজের সেরারা উজাড় দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব।”

Share it