Share it

RCB-এর প্র্যাকটিসে পুরোদমে ঘাম ঝরালেন বিরাট কোহলি। শনিবার তাঁর প্র্যাকটিসের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন বিরাট। বলেন, ৫ মাস মাঠের বাইরে ছিলাম, কিন্তু নেটে নেমে মনে হচ্ছে সময়টা মাত্র ৬ দিনের।

শনিবার থেকে মাঠে অনুশীলন শুরু করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটাররা। লকডাউনের পর প্রায় ৫ মাস পর ব্যাট হাতে মাঠে নামলেন কিং বিরাট। নেটে ব্যাট করতে পেরে খুবই খুশি ছিলেন আরসিবি অধিনায়ক। দীর্ঘদিন ক্রিকেটে না থাকলেও যেকোনও মুহূর্তে ম্যাচে নেমে পড়লে তাঁর ব্যাট যে একইভাবে কথা বলবে তা এদিন প্র্যাকটিসে পরিষ্কার বুঝিয়ে দেন কোহলি।

নিজের ব্যাটিং অনুশীলনের পাশাপাশি কোচের সঙ্গে নিজের ব্যাটিং ও দলের বিষয়ে কথাও বলতে দেখায় যায় বিরাট কোহলিকে। শারীরিক কসরও করতে দেখা যায় তাঁকে। আরব আমিরশাহীর গরম যে এবার বড় চ্যালেঞ্জ হতে চলেছে দলকে এদিন বুঝিয়ে দেন বিরাট।

Share it