Share it

বছর ঘুরে আবার বাঙালির দুয়ারে উপস্থিত আরও একটা শারোদৎসব। বাঙালির মনের উৎসব, প্রাণের পুজো। আর সেই পুজো জাতি, ধর্মের সীমানা পেরিয়ে সমাজের সবাইকে আপন করে নেয়, কাছে টেনে নেয়। দুর্গোৎসব তাই বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। কিন্তু, কবে থেকে বাঙালি দুর্গাপুজোকে নিজস্ব সংস্কৃতির অঙ্গ করে তুলেছিল, তা সম্ভবত অনেকেরই অজানা। আর এই অজানা কাহিনিই বিশ্ববাসীর কাছে তুলে ধরতে একটি তথ্যচিত্র তৈরি করেছেন পরিচালক সম্রাট চট্টোপাধ্যায়। ‘দুর্গা উৎসব @ বেঙ্গল’।

দেখুন ভিডিও:

নাতিদীর্ঘ তথ্যচিত্র ‘Durga Utsab @ Bengal’ দেখলে জানতে পারা যাবে বাঙালির ৪০০ বছরের দুর্গোৎসবের ইতিহাস। তথ্যচিত্রটিতে ভাষ্যপাঠ রয়েছে ইংরেজি ভাষায়। সারা পৃথিবীর মানুষের কাছে দুর্গাপুজো সম্পর্কে আগ্রহ সৃষ্টি করার উদ্দেশ্যেই ইংরেজি মাধ্যমে এটি তৈরি করা হয়েছে বলে পরিচালক জানিয়েছেন। এর ছত্রে ছত্রে রয়েছে পুজো নিয়ে অনেক আকর্ষণীয় কাহিনি। ‘ক্যানভাস স্বয়ম’-এর উপস্থাপনায় সম্রাট চট্টোপাধ্যায়ের চিত্রনাট্য ও পরিচালনায় ইউটিউবে সম্প্রতি মুক্তি পেয়েছে ‘দুর্গা উৎসব @ বেঙ্গল’। চিত্রাঙ্কন করেছেন গৌতম চট্টোপাধ্যায়। আবহ দিশারী চক্রবর্তীর। ইংরেজি ছাড়াও এটি নির্মিত হয়েছে বাংলা ভাষাতেও। বাংলায় নির্মিত তথ্যচিত্রটির নাম ‘বাংলার দুর্গা উৎসব’। এটিও ইউটিউবে মুক্তি পাবে খুব শিগগিরই।

সাংবাদিক হিসেবে বাংলার মিডিয়া জগতে অতি পরিচিত নাম সম্রাট চট্টোপাধ্যায়। গত ২১ বছর ধরে রাজ্যে দুর্গাপুজোর ইতিহাস ও তার সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামো সম্পর্কে তাঁর গবেষণা প্রশ্নাতীত। এর আগে ২০১৯-এ তাঁর নির্মিত ‘দুর্গা দলিল’ তথ্যচিত্র সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছিল। প্রদর্শিত হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালে। দুর্গাপুজো নিয়েই তাঁর ৬টি বই ও একটি ছোট গল্প প্রকাশিত হয়েছে ইতিমধ্যেই। পরিচালকের আশা, তাঁর ‘দুর্গা উৎসব @ বেঙ্গল’ স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্রটি দুর্গাপুজো নিয়ে জ্ঞানান্বেষণে উৎসুক মানুষের তৃষ্ণা মেটাবে।

Share it