Share it

বিশ্বের দ্রুততম মানব ক্যালকুলেটরের শিরোপা পেলেন হায়দরাবাদের যুবক নীলকান্ত ভানু প্রকাশ। মাত্র ২০ বছর বয়সে বিশ্বসেরার এই শিরোপা অর্জন করলেন তিনি। লন্ডনে আয়োজিত মাইন্ড স্পোর্টস অলিম্পিয়াড প্রতিযোগিতায় সম্প্রতি সোনা জিতে বিশ্বের দ্রুততম মানব-কম্পিউটারের সম্মান পেয়েছেন নীলকান্ত।

নীলকান্তর ক্যালকুলেটরের থেকেও দ্রুত অঙ্কের হিসেব কষতে সক্ষম। ইতিমধ্যেই ভেঙেছেন স্কট ফ্ল্যান্সবার্গ ও শকুন্তলা দেবীর রেকর্ড। নীলকান্ত নিজে সংবাদসংস্থা ANI-কে জানিয়েছেন, গণিতে বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করতে পেরে তিনি গর্বিত। কোনও সম্মানজনক প্রতিযোগিতায় এবারই প্রথম অংশগ্রহণ করেছিলেন তিনি। আর প্রথম সুযোগেই বাজিমাত করেছেন নীলকান্ত।

দিনটি ছিল ১৫ অগাস্ট। ১৩টি দেশের ৩০ জন প্রতিনিধি অংশ নিয়েছেন ভার্চুয়াল প্রতিযোগিতায়। ব্রিটেন, জার্মানি, সংযুক্ত আরব আমিরশাহী, ফ্রান্স, গ্রিস, লেবানন সহ অন্যান্য দেশের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন।

এছাড়া বিশ্বের দ্রুততম মানব-ক্যালকুলেটর হিসেবে তাঁর ঝুলিতে রয়েছে চারটি বিশ্ব রেকর্ড ও ৫০টি লিমকা রেকর্ড। নীলকান্ত এখন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট স্টিফেন্স কলেজের গণিত অনার্সের ছাত্র।

ANI-কে তিনি জানিয়েছেন, ভারতের বহু ছাত্রের মধ্যে অঙ্ক নিয়ে যে ভীতি রয়েছে, আগামিদিনে তা তিনি দূর করতে চান। দেশজুড়ে গণিতের প্রসার ঘটাতে চালু করতে চান ‘ভিশন ম্যাথ’। চালু করেছেন ‘এক্সপ্লোরিং ইনফিনিটি’ নামে একটি স্টার্ট আপও। সেটি তেলাঙ্গানা সরকারের সঙ্গে যৌথভাবে চলছে। স্যাটেলাইটের মাধ্যমে ক্লাস করাচ্ছেন তিনি। বিশ্বের লাখ লাখ ছাত্রের কাছে পৌঁছে যাওয়াই এখন নীলকান্তর লক্ষ্য।

Share it