Mamata at Bhawanipur
Share it

নিউজ ওয়েভ ইন্ডিয়া: “তোমরা যদি বুনো ওল হও, তাহলে আমরা বাঘা তেঁতুল।” বুধবার একবালপুরে নির্বাচনী সভায় BJP-কে এভাবেই হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, “BJP-এর বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে।”


৩০ সেপ্টেম্বর ভবানীপুরে বিধানসভা উপ নির্বাচন। তার প্রেক্ষিতেই এদিন একবালপুরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “চারটে জায়গায় উপ নির্বাচন বাকি আছে, আমরাই জিতব। BJP কোথাও জিততে পারবে না।” সেইসঙ্গে তিনি বলেন, “এখানে সব ধর্মের, সব জাতির মানুষ একসঙ্গে মিলে মিশে থাকে। কেউ মা বলি, কেউ আম্মা বলেন। প্রয়োজনে একজনের রক্ত অন্যের শরীরে দান করি, এটাই হিন্দুস্থান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের চিরকালের পাহারাদার।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এদিন হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নরেন্দ্র মোদিদের ভাই-দাদা বলে সম্বোধন করি, এটা আমাদের সৌজন্য। কিন্তু তাই বলে, দেশে তালিবান-শাসন জারি করতে দেব না। দেশকে টুকরো হতে দেব না।”

টিকাদান প্রসঙ্গে মমতা বলেন, “আমাদের মোট ১৪.৫ কোটি টিকা দরকার। আমরা ইতিমধ্যেই ৫.৫ কোটি টিকা দিয়েছি। এর মধ্যে আমরা নিজেরাই বেশকিছু টিকা সংগ্রহ করেছি।”

Share it