আহত শিশু
Share it

BJP কর্মীকে না পেয়ে তাঁর বাড়িতে হামলা চালাল তিন দুষ্কৃতী। রেহাই পেল না দুই বছরের শিশু কন্যাও। তাঁকেও তুলে ছুঁড়ে ফেলার অভিযোগ উঠেছে মদ্যপ দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের তির তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে, বীরভূমের রামপুরহাট থানার হস্তিকাঁদা গ্রামে। ওই গ্রামের বাসিন্দা জগন্নাথ ঘোষ BJP-এর সক্রিয় কর্মী হিসাবে পরিচিত। ভোটের সময় সামনের সারিতে প্রচার চালিয়েছিলেন। সেই কারণে ভোটের আগে জগন্নাথকে খুনের হুমকি দিয়েছিল গ্রামের তৃণমূল (TMC) কর্মী মিঠু ঘোষ, অষ্টম ঘোষ ও বাপন ঘোষরা। সে সময় জগন্নাথবাবু রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। ফলে শনিবার বিকেলে বাড়িতে হামলা চালাল ওই দুষ্কৃতীরা।

জগন্নাথ বলেন, “ভোটের ফল বের হওয়ার পর থেকে আমি বাড়ি ছাড়া। আমাকে না পেয়ে শনিবার বিকেলের দিক তিন অভিযুক্ত মদ্যপ অবস্থায় বাড়ির দরজায় বড় বড় পাথর ছুঁড়তে থাকে। দরজা ভেঙে তারা ভিতরে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চলায়। মারধর করে বাবা, দাদাকে, দুই বছর ভাইঝিকে তুলে ছুঁড়ে ফেলে দেয়। অল্পের জন্য ভাইঝি রক্ষা পায়। পরিবারের চিৎকার প্রতিবেশীরা ছুটে এলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।”

খবর পেয়ে রামপুরহাট থানার পুলিশ গ্রামে গিয়ে তদন্ত শুরু করেছে। রামপুরহাট বিধানসভার BJP-এর প্রার্থী শুভাশিস চৌধুরী বলেন, “ভোটের আগে থেকে ওই গ্রামে আমাদের কর্মীদের উপর অত্যাচার চলছে। জগন্নাথকে খুনের হুমকি দিয়েছিল। ভোটের ফল বের হওয়ার পর থেকেই গ্রামছাড়া জগন্নাথ। এবার তাঁকে না পেয়ে তার বাড়িতে হামলা চালাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।”

কাষ্ঠগড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মণিমালা ঘোষ বলেন, “মিঠু দলের কেউ নয়। সব সময় মদ্যপ অবস্থায় থাকে। এই ঘটনা পারিবারিক হতে পারে।”

Share it