রুণা খামারু: নন্দন চত্বরে সমাপ্ত হল ২৫-তম নাট্যমেলা। রাজ্যের বহু ভালো ভালো নাট্যদল তাদের নাটক প্রদর্শনের সুযোগ পায় এই মেলায়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধীনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে প্রতি বছর এই সময় নাট্যমেলার আয়োজন করা হয়। এবার ২৫-তম বর্ষের মেলা শুরু হয়েছিল ৭ ডিসেম্বর, চলে ১৭ ডিসেম্বর পর্যন্ত।
রবীন্দ্র সদনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন, শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ব্রাত্য বসু, ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী তথা যাত্রা অ্যাকাডেমির সভাপতি অরূপ বিশ্বাস, বিশিষ্ট নাট্য নির্দেশক ও অভিনেত্রী অর্পিতা ঘোষ, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সভাপতি তথা বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব দেবশঙ্কর হালদার, পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমির সচিব শান্তনু চক্রবর্তী, ডিরেক্টর কৌস্তভ তরফদার সহ রাজ্যের অন্যান্য পদস্থ আধিকারিক ও বহু বিশিষ্টজন।
পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির পরিচালনায় পঞ্চবিংশ নাট্যমেলার কলকাতা পর্যায়ে রবীন্দ্রসদন, মধুসূদন মঞ্চ, গিরিশ মঞ্চ, রবীন্দ্রতীর্থ (নিউ টাউন), শিশির মঞ্চ ও তৃপ্তি মিত্র নাট্যগৃহে বিভিন্ন আঙ্গিকের নাটক প্রদর্শনের আয়োজন করা হয়। প্রতিদিন অনুষ্ঠিত হয় পূর্ণদৈর্ঘ্য নাটক, স্বল্পদৈর্ঘ্য নাটক, অন্তরঙ্গ নাটক, অণুনাটক, পুতুল নাটক, মূকাভিনয় সহ বাংলার বিভিন্ন ধারার লোকনাটক। কলকাতায় অনুষ্ঠিত নাট্যমেলায় প্রবেশ ছিল অবাধ। ফলে নাটক দেখার অবাধ সুযোগ পেয়েছেন নাট্যপ্রেমীরা। স্বাভাবিকভাবেই এই মেলা নিয়ে বেশ খুশি দর্শকরা।
রাজ্যের মাননীয় মন্ত্রী ব্রাত্য বসু জানান, ২৫-তম নাট্যমেলায় ১৬৩টি দল অংশ নেয়। এছাড়াও মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিনার্ভাতে আরেকটি নাট্যমেলা অনুষ্ঠিত হবে। দুটি নাট্যমেলা মিলিয়ে মোট ২১৩টি দল অংশগ্রহণ করবে। রাজ্য সরকার পশ্চিমবঙ্গের ৪০০টি নাট্যদলকে ৫০,০০০ টাকা করে গ্রান্ট প্রদান করবে। এছাড়া রাজ্য সরকার ৪ জানুয়ারি ২০২৬ মিনার্ভা ন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যালের আয়োজন করছে বলেও জানান তিনি।
উদ্বোধনী মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বাংলার নাট্যজগতের কল্যাণার্থে রাজ্য সরকার ও মাননীয়া মুখ্যমন্ত্রীর উদ্যোগের কথা তুলে ধরেন নাট্য নির্দেশক অর্পিতা ঘোষ। বলেন, “প্রতি বছর পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমি পরিচালিত নাট্যমেলা উপলক্ষে এক বিপুল আয়োজন করা হয়। আকাদেমির সকল সদস্য ও উপদেষ্টার অক্লান্ত পরিশ্রম ও অপরিসীম কাজের ফলেই এই নাট্যমেলার বাস্তবায়ন সম্ভব হয়। ২৫-তম নাট্যমেলায় মোট ১৬৩টি নাটক মঞ্চস্থের আয়োজন করা হয়। সারা পশ্চিমবঙ্গের বিভিন্ন দল এখানে সুযোগ পেয়েছে।”
২০২৫-এর এই মেলায় (Theatre Festival 2025) মোট ২৬টি পূর্ণ দৈর্ঘের নাটক মঞ্চস্থ করার আয়োজন করা হয়। তার মধ্যে “মাৎস্যন্যায়” নাটক প্রদর্শনের মাধ্যমে সূচনা হয় ২৫-তম নাট্যমেলার। এই নাটকটি লিখেছেন মাননীয় ব্রাত্য বসু, নির্দেশনায় অর্পিত ঘোষ, আবহ দিশারী চক্রবর্তী, কোরিওগ্রাফার সোমা ঘোষ, রূপসজ্জায় মহম্মদ আলি। কিংবদন্তি নাট্য ব্যক্তিত্ব প্রয়াত তৃপ্তি মিত্রের জন্ম শতবর্ষ উপলক্ষে গগনেন্দ্র প্রদর্শশালায় আয়োজন করা হয় বিরাট প্রদর্শনীর। সেখানে তুলে ধরা হয় তাঁর নাট্যজীবনের ইতিহাস ও নাট্যাভিনয়ের বিভিন্ন মূহূর্ত। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে প্রকাশ করা হয় নাট্য বিষয়ক পত্রিকা “চর্চা”-র দ্বিতীয় সংখ্যার নবপর্যায়ের।