২১ জানুয়ারি ২০২৬-এ সরকারিভাবে শংসিত হলো পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের নারকেল চারা
Share it

তরুণ সরকার, বিষয়বস্তু বিশেষজ্ঞ(শস্যবিজ্ঞান), পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র: পূর্ব মেদিনীপুর জেলার কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হলো ২১ জানুয়ারি ২০২৬ তারিখে। ওই দিন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র, মুলাখোপ, দয়ালদাসী, নন্দকুমার–এ স্থাপিত আঞ্চলিক নারকেল নার্সারির সার্টিফিকেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়। এই নার্সারিটি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীন নারকেল উন্নয়ন পর্ষদ (Coconut Development Board – CDB)–এর আর্থিক সহায়তায় প্রতিষ্ঠিত।

সার্টিফিকেশন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র কলকাতার উপ-অধিকর্তা ড.অমিয় দেবনাথ (Deputy Director,), ডেভেলপমেন্ট অফিসার শ্রীতমা বিশ্বাস, জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের গঠিত সার্টিফিকেশন কমিটির সদস্যরা। তাঁদের উপস্থিতিতেই নার্সারির চারা উৎপাদন পদ্ধতি, গুণমান, স্বাস্থ্য ও ব্যবস্থাপনা যাচাই করে সরকারিভাবে শংসাপত্র প্রদান করা হয়।

এছাড়াও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সম্পাদক শ্রী স্বপন পণ্ডা, সমীক্ষণ (SAMIKSHAN)-এর শ্রী স্বপন মন্ডল এবং হলদিয়া এনার্জি লিমিটেড-এর পক্ষ থেকে শ্রী গোবিন্দ সাহু। তাঁদের পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ৫০ জন কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই দিন কৃষকদের উপস্থিতিতে নারকেল চাষের On-Farm Demonstration Programme-ও অনুষ্ঠিত হয়, যেখানে আধুনিক নারকেল চাষ পদ্ধতি, চারা রোপণের কৌশল, সার ও জল ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে প্রদর্শন ও আলোচনা করা হয়।

নার্সারি শংসিত হওয়ার ফলে এখন পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে সরবরাহকৃত নারকেল চারা সরকারি ভর্তুকিপ্রাপ্ত প্রকল্পের জন্য সম্পূর্ণভাবে উপযুক্ত বলে বিবেচিত হবে।

উল্লেখ্য, চলতি ২০২৫–২৬ অর্থবছরে পশ্চিমবঙ্গে “নারকেল চাষের এলাকা সম্প্রসারণ” প্রকল্প বাস্তবায়ন করছে নারকেল উন্নয়ন পর্ষদ, রাজ্য কেন্দ্র কলকাতা। এই প্রকল্পে কৃষকরা হেক্টর প্রতি (১৬০টি গাছের ক্ষেত্রে) মোট ৫৬,০০০ টাকা ভর্তুকি পাবেন, যা দুইটি বাৎসরিক কিস্তিতে সরাসরি আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (DBT মাধ্যমে) প্রদান করা হবে।

এই প্রকল্পের আওতায় ভর্তুকি পেতে কৃষককে নিজনামে নথিভুক্ত জমিতে ন্যূনতম ৫টি নতুন নারকেল চারা রোপণ করতে হবে, যার জন্য জমির পরিমাণ হতে হবে অন্তত ১৩ শতক। সর্বোচ্চ ১৫ বিঘা জমিতে ৩২০টি চারা পর্যন্ত ভর্তুকির সুবিধা মিলবে। সরকারিভাবে সুপারিশকৃত চারা সংখ্যা বিঘা প্রতি ২১টি।

এই প্রেক্ষিতে কৃষকদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য যে—
👉 পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের নিজস্ব ফার্মে বর্তমানে সরকারিভাবে শংসিত লম্বা জাতের নারকেল চারা প্রতিটি ৯৫ টাকা দরে বিক্রয় করা হচ্ছে, যা ভর্তুকিপ্রাপ্ত প্রকল্পে ব্যবহারযোগ্য।

কৃষি বিজ্ঞান কেন্দ্র সূত্রে তরুণ সরকার, বিষয়বস্তু বিশেষজ্ঞ, (শস্য বিজ্ঞান) জানান, এই উদ্যোগের ফলে জেলার নারকেল চাষের এলাকা সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আয় উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করা সম্ভব হবে।
আরও বিস্তারিত তথ্য ও সহায়তার জন্য যোগাযোগ করুন—
পূর্ব মেদিনীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র
মুলাখোপ, দয়ালদাসী, নন্দকুমার

Share it