কোভিড পরিস্থিতিতে পুন্যার্থীদের জন্য অভূতপূর্ব ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, কোভিড পরিস্থিতির জন্য জেলা প্রশাসনের তরফে একটি কোভিড ম্যানেজমেন্ট প্ল্যান করা হয়েছে।

কোভিড পরিস্থিতির মোকাবিলায় গড়া হয়েছে একটি টাস্ক ফোর্স। সেই টাস্ক ফোর্সে থাকছে ডাক্তার, জেলা প্রশাসন, পুলিশ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। বুধবার জেলাশাসকের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে আসন্ন গঙ্গাসাগর মেলা উপলক্ষে সরকারের গৃহীত পদক্ষেপগুলি সম্পর্কে একথা জানান পি উলগানাথন।

তিনি বলেন, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকাগুলি থেকে ১৩টি এন্ট্রি পয়েন্ট করা হয়েছে যাত্রীদের সুবিধার জন্য। প্রতিটি এন্ট্রি পয়েন্টেই থাকছে মেডিক্যাল স্ক্রিনিংয়ের ব্যবস্থা। থাকছে অস্থায়ী ক্যাম্প, রাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের ব্যবস্থা, ল্যাবরেটরি, কোভিড ও সাধারণ অ্যাম্বুল্যান্স সহ বেশ কিছু পরিকাঠামোগত সুবিধা।
জেলাশাসক পি উলগানাথন জানিয়েছেন, প্রতিটি যাত্রীর থার্মাল স্ক্যানিং করা হবে। প্রত্যেকের হাতে আইডেন্টিফিকেশন ব্যান্ড পরিয়ে দেওয়া হবে। এছাড়াও থাকছে ৭টি কোভিড হাসপাতাল, ৮টি সেফ হোম ও ১১টি কোয়ারেন্টাইন সেন্টার। পাবলিক ভেহিক্যালগুলিকে স্যানিটাইজ করা হবে নিয়মিত। জরুরি পরিস্থিতিতে তৈরি থাকবে কুইক রেসপন্স টিম। ড্রোন , হেলিকপ্টারও রাখা হচ্ছে বিশেষ সতর্কতা হিসেবে। মেলা মাঠে তৈরি করা হচ্ছে মাস্টার কন্ট্রোল রুম। বাড়ানো হয়েছে সিসিটিভি-এর সংখ্যাও।