সুদীপ্ত চক্রবর্তী: আর কয়েকদিন পরেই সংসদে পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের সাধারণ বাজেট। সেই বাজেট ঘিরে EPS-95 পেনশনপ্রাপকদের প্রত্যাশার পারদ চড়ছে। বহুদিন ধরেই ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা NAC সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলি ন্যূনতম পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছে। যদিও অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে কেন্দ্রীয় সরকার তাদের বঞ্চিত করে চলেছে।
এদিকে গত ১০-১২ বছরে দেশে ক্রমেই বেড়েছে জিনিসপত্রের দাম। লাগাতার মূল্যবৃদ্ধিতে নাজেহাল বয়স্ক পেনশনপ্রাপকরা। বর্তমান ক্রমবর্ধমান বাজারদরের সঙ্গে পাল্লা দিতে কেন্দ্রের কাছে ন্যূনতম পেনশন ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫০০ টাকা করার দাবি জানিয়ে আসছে কমান্ডার শ্রী অশোক রাউতের নেতৃত্বে NAC সংগঠনটি। বাজেট পেশের দিন এগিয়ে আসতেই দেশজুড়ে জোরদার হয়েছে আন্দোলন। বাংলাতেও বিভিন্ন জায়গায় সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে চলছে সমাবেশ ও স্মারকলিপি পেশের কর্মসূচি। বুধবার হাওড়ায় এই কর্মসূচি পালিত হয় পশ্চিমবঙ্গ শাখার সভাপতি শ্রী তপন দত্তের উদ্যোগে। পুলিশের গাড়িতে করে কয়েকজন প্রতিনিধি জেলাশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন।