নিউজ ওয়েভ ইন্ডিয়া: আসন্ন কেন্দ্রীয় বাজেটে EPFO-এর আওতাধীন ন্যূনতম পেনশন বাড়ানো নিয়ে জোরদার জল্পনা চলছে। এই আবহে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা বৃদ্ধি সহ অন্যান্য দাবিতে নিজেদের অবস্থানে অনড় দেশের বয়স্ক পেনশনভোগীরা। আসন্ন বাজেটে যাতে EPS-95 পেনশন প্রাপকদের জন্যে ব্যয় বরাদ্দ করা হয় এই দাবিতে বাংলাজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ, সমাবেশ, মিছিল, ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি জোরালো করেছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা NAC-এর পশ্চিমবঙ্গ শাখার সদস্যরা। সংস্থার সভাপতি তপন দত্ত এ বিষয়ে কী জানিয়েছেন শুনুন।