নিউজ ওয়েভ ইন্ডিয়া:হাওড়ায় নদীতে ভুল করে চলে আসা দুটি অলিভ রিডলে সামুদ্রিক কাছিম কে বন বিভাগের তৎপরতায় ফিরিয়ে দেওয়া হলো সমুদ্রে। পরপর তিন দিনের ব্যবধানে আমতার ভাটোরা ও কাশমলি থেকে দুটি বিশালাকার অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ উদ্ধার করে বিশিষ্ট পরিবেশ কর্মী সৌরভ মণ্ডল ও জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দুটি কচ্ছপই হাওড়া বন বিভাগ উদ্ধার করে গড়চুমুক প্রাণী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। যেহেতু এই কাছিমগুলি গভীর সমুদ্রে বসবাস করে, তাই হাওড়া বন বিভাগের বিভাগীয় বন আধিকারিক সুজিত কুমার দাস ও রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে দুটি কাছিমকেই সমুদ্রে মুক্ত করে দেওয়া হল।
বন বিভাগের একটি টিম দুদিন আগেই একটি অলিভ রিডলে কাছিমকে পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জের অন্তর্গত একটি নির্জন সমুদ্রতটে মুক্ত করে। কয়েকদিন আগে অপর কাছিম টিও পূর্ব মেদিনীপুরের কাঁথি রেঞ্জে বঙ্গোপসাগরে মুক্ত করে দেওয়া হয়। হাওড়া বন বিভাগের টিমের সঙ্গে ছিলেন বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক।
চিত্রক বলেন, “অলিভ রিডলে সামুদ্রিক কচ্ছপ। জানুয়ারি থেকে মার্চ মাস এদের ডিম পাড়ার সময়। যেহেতু এরা নোনা জলের প্রাণী, মিষ্টি জলে এদের কিছুটা সমস্যা হয়। জয়পুর সাহায্যের হাত বাড়িয়ে দাও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা যেভাবে দুটি কাছিম উদ্ধার করেছে এবং হাওড়া বন বিভাগের ডিএফও ও রেঞ্জ অফিসার যেভাবে গুরুত্ব সহকারে দুটি কাছিমকেই সমুদ্রে ফিরিয়ে দিয়েছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়।”