Explore Your Views
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। বরং তাঁর শারীরিক অবস্থা খারাপের দিকে। এখনও তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
সোমবার তাঁকে ভর্তি করা হয় দিল্লির আর্মি’জ রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতালে। সেখানে জরুরি ভিত্তি তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের আগে জরুরি পরীক্ষার সময় তাঁর করোনা ধরা পড়ে। নিজেই করোনা আক্রান্ত হওয়ার কথা টুইট করে জানান প্রণব মুখোপাধ্যায়। কিন্তু, অস্ত্রোপচারের পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। বরং তা সংকটজনক বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।