Share it

সুদীপ্ত চক্রবর্তী, কলকাতা: EPS 95-এর ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে এবার রাজধানীর বুকে কঠোর আন্দোলনে নামতে চলেছে ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি বা ন্যাক। ২৬ নভেম্বর বুধবার ন্যাশনাল অ্যাজিটেশন কমিটি অল ইন্ডিয়ান ইপিএস পেনশনার অ্যাসোসিয়েশন একটি ঐতিহাসিক জনসভার আয়োজন করে মধ্য কলকাতার বৌবাজারে ব্যাংক অফ ইন্ডিয়ার মোড়ে। প্রায় দেড় হাজার বৃদ্ধ ইপিএস পেনশনার এই জনসভায় উপস্থিত ছিলেন। এর আগে একটি মিছিল শিয়ালদহ থেকে বৌবাজার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মোড়ে পৌঁছয়। সেখানে জনসভায় বক্তব্য রাখেন ন্যাকের ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত এবং ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বীরেন্দ্র সিং রাজাওয়াত।

ন্যাশনাল প্রেসিডেন্ট কমান্ডার অশোক রাউত দাবি করেন, জোরদার আন্দোলনের ভয়েই ইপিএফও-এর নীতি নির্ধারণকারী সংস্থা “সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি‌জ়” বা সিবিটি-এর বৈঠক বেঙ্গালুরু থেকে সরিয়ে নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়েছিল। এমনকী বৈঠকের দিনও পরিবর্ত করে ১৩ অক্টোবর করা হয়েছিল। তিনি বলেন, আগামী ৩ ও ৪ ডিসেম্বর দিল্লির যন্তমন্তরের সামনে কেন্দ্রীয় বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে একটি বিশাল জনসভা ও ধরনা সমাবেশের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে অশোক রাউতজি বলেন, ৩ ও ৪ তারিখের মধ্যে আমাদের দাবি দাওয়া পূরণ না হলে ৫ ডিসেম্বর থেকে আমরণ অনশনে বসবেন, হাজার হাজার প্রবীণ পেনশন প্রাপক। তাই সকলকে তিনি দিল্লিতে জনসভায় হাজির থাকার আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, ইপিএস-৯৫ পেনশনাররা দীর্ঘদিন ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনার শিকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী থেকে শুরু করে শ্রমমন্ত্রী সকলেই বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করেননি। এনএসি বা ন্যাকের সদস্যরা প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে লাগাতার আন্দোলনে সামিল হয়েছেন। তাঁদের দাবি, অবিলম্বে ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা করা সহ ডিএ এবং পেনশনার দম্পতিকে বিনামূল্যে চিকিৎসার সুবিধা প্রদান করতে হবে।

Share it