দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হচ্ছে ১৩ জানুয়ারি
Share it

করোনার বাড়বাড়ন্ত রুখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্র। ১৮ বছর হলেই আগামী ১ মে থেকে করোনা টিকা নেওয়া যাবে। সোমবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ছিলেন ডাক্তার ও ফার্মা সংস্থাগুলির প্রতিনিধিরা। সেখানেই এই কথা জানান প্রধানমন্ত্রী।


নরেন্দ্র মোদী বলেন, “অল্প সময়ের মধ্যে দেশের সমস্ত নাগরিক যাতে ভ্যাকসিন নিতে পারেন, সেজন্য এক বছরেরও বেশি সময় ধরে সরকার কাজ করছে। দেশ এ ব্যাপারে ইতিমধ্যেই রেকর্ড গতিতে এগিয়েছে। আগামী দিনেও এ ব্যাপারে আরও দ্রুত গতিতে কাজ করা হবে।”

উল্লেখ্য, এতদিন ৪৫ বছর বা তার ঊর্ধ্বে যাদের বয়স, তাঁদেরকেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল। এবার সেই তালিকায় ১৮ বছর বা তার বেশি বয়সীদের জুড়ে দেওয়া হল। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে টিকা প্রদানের কাজ। প্রথম পর্যায়ে শুধু স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হয়। পরে ষাটোর্ধ্ব এবং ১ এপ্রিল থেকে ৪৫ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়।

Share it