টানা ৫দিন পর দেশে ৭০ হাজারের নীচে নামল করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণ হয়েছে ৬৯,৯২১ জনের শরীরে। মৃত্যু হয়েছে আরও ৮১৯ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩,৬৯১,১৬৭ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫,২৮৮।
দেশে এখন করোনা অ্যাক্টিভ কেস ৭৮৫,৯৯৬। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক সূত্রে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে। সোমবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২,৮৩৯,৮৮৩ জন। তবে আমেরিকা ও ব্রাজিলের পর করোনা সংক্রমণের নিরিখে বিশ্বে তিন নম্বরে রয়েছে ভারত। করোনা সংক্রমণে বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে ৮.৪ লাখ মানুষের।
করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। সেদিকে খেয়াল রেখে আন্তর্জাতিক উড়ান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে বন্দে ভারত মিশনে উড়ান পরিষেবা জারি থাকবে। যাঁরা দেশে ফিরতে চাইছেন ওই বিশেষ উড়ানে ফিরিয়ে আনা হবে তাঁদের।